জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, ঘটনা হাসনাবাদের
সিগারেটের ছ্যাঁকা থেকে বেধড়ক মারধর চলত সবই
স্ত্রীকে পুকুরের জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। ঘটনা হাসনাবাদের কাছে একটি গ্রামের। অভিযোগ, হাসনাবাদের রামেশ্বরপুর–বরুনহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরনী গ্রামে অভিযুক্ত আরিফ মিস্ত্রি রোজদিন বউয়ের ওপর অত্যাচার করত। সিগারেটের ছ্যাঁকা থেকে বেধড়ক মারধর কিংবা শারীরিক নির্যাতন, সবই চলত। গতকাল রাতেও ঠিক একই ছবি। স্ত্রীকে মারতে মারতে ঘর থেকে বের করে আনে আরিফ।
এরপর পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা আরিফকে ধরে ফেলেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, প্রায়শই আরিফের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
একই সুর আরিফের পরিবারেও। আরিফের ভাই বলেন, রীতিমতো মাদকাসক্ত হয়ে শুধুমাত্র সন্দেহের বসে স্ত্রীর ওপর অত্যাচার চালাত আরিফ।