অধিকারী-দুর্গে বিরাট ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলে নেতা-কর্মী সহ শতাধিক
বিজেপিতে পরিবারতন্ত্র চলছে, জানালেন দলত্যাগীরা
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর দলবদলে পূর্ব মেদিনীপুরের রাজনীতির হাওয়া লেগেছিল বিজেপির পালে। তবে কিছুদিন গড়াতে না গড়াতেই হাওয়া ফের উল্টো দিকে বইতে শুরু করেছে। যার প্রমান হাতেনাতে পাওয়া গেল গতকাল। মঙ্গলবার বিজেপির তমলুক নগর মণ্ডলের সম্পাদক, মহিলা মোর্চার সভানেত্রী-সহ শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে।
গতকাল তমলুকে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তমলুক নগর মণ্ডলের সম্পাদক অনিরুদ্ধ সিনহা, তমলুক নগর মণ্ডলের মহিলা মোর্চার সম্পাদক দেবশ্রী মাইতি, ভারতীয় মজদুর সঙ্ঘের তমলুক নগর মণ্ডলের সভাপতি অভিজিৎ প্রামাণিক। তাঁদের সাথে যোগদান করলেন কয়েকশো বিজেপি কর্মীও। শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়েই তাঁদের অভিযোগ, বিজেপিতে পরিবারতন্ত্র চলছে, নিচুতলার কর্মীদের কথা শোনা হচ্ছে না, ‘দলে থেকে কাজ করতে পারছি না’ প্রভৃতি।
এর পরিপ্রেক্ষিতে সৌমেনবাবুর ব্যাখ্যা, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। বিজেপির একনায়কতান্ত্রিক নীতির প্রতি বীতশ্রদ্ধ হয়েই তাঁরা আজ তৃণমূলে যোগদান করেছেন। তবে দলত্যাগের বিষয়কে এখনও গুরুত্ব দিতে রাজি নন জেলা বিজেপি নেতৃত্ব। এবিষয়ে বিজেপির তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরীর বক্তব্য, দলত্যাগীরা বিধানসভা ভোটের পর থেকেই নিষ্ক্রিয় ছিলেন। তাঁদের বিদায়ে দলের কোনও ক্ষতি হয়নি, বরং দল পরিশুদ্ধ হয়েছে।