বঙ্গ রাজনীতিতে ফের দলবদল, বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়া তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2021   শেষ আপডেট: 12/01/2021 8:18 p.m.

আগামীকাল ৫ হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেবেন শ্রীকান্ত ঘোষ

সম্প্রতি বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। একের পর এক তৃণমূল নেতা দলের প্রতি বেসুরো হয়ে বিজেপিতে যোগদান করছে। এই দলবদল শুরু হয়েছিল শুভেন্দু অধিকারীর হাত ধরে। তারপর থেকেই রাজ্যের একাধিক তৃণমূল নেতা মন্ত্রী বিজেপিতে যোগদান করছে। আবারো আগামীকাল বিজেপিতে যোগদান করতে চলেছেন হাওড়ার তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। তিনি আগামীকাল প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন। জানা গিয়েছে কর্মী-সমর্থকদের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সাথে দীর্ঘক্ষন বৈঠক করেন শ্রীকান্ত ঘোষ। তিনি বৈঠকের পর শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেছেন, "আমি ২০০৮ সাল থেকে তৃণমূল করছি। কিন্তু তৃণমূল আমাকে কখনো আমার যোগ্য সম্মান দেয় না। ওরা শুধু লুটেছে আমাকে। এছাড়াও আমার টাকায় মাঝেমাঝে ওদের বড় বড় অনুষ্ঠান করত। কিন্তু দিনের শেষে প্রাপ্য সম্মানটুকু দিত না।" প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীকান্ত ঘোষ ছিলেন হাওড়া ও দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তিনি আগামীকাল হাওড়া ময়দানে বিজেপির যোগদান মেলায় বিজেপিতে যোগদান করবেন। সেখানে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং এর মতো শীর্ষ বিজেপি নেতারা।