রেলের খবর, বাতিল বেশ কিছু ট্রেন, চলবে বৈদ্যুতিকরণের কাজ
বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল
রেললাইন এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ ও ওভারহেড তারে বৈদ্যুতিকরণ (ওএইচই)-এর কাজ করার ফলে ব্যহত হবে হাওড়া শাখায় ট্রেন চলাচল। আগামীকাল অর্থাৎ ৬ অগস্ট, রবিবার এই কাজ চলবে। এর ফলে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলার ফলে ব্যহত হবে ট্রেন চলাচল। এই শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
হাওড়া থেকে বাতিল হয়েছে ৩৭২৩১, ৩৭৮২৭, ৩৬৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৩, ৩৭২৩৯, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৬১১, ৩৭২৩৭, ৩৬৮২৫ নম্বর ট্রেন। এবং ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫২ ট্রেন বাতিলের খবর মিলেছে। একই ছবি কাটোয়া-বর্ধমানেও। বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।
অন্যদিকে আপ ৩১১৫১ শিয়ালদহ থেকে সকাল সওয়া ১০টার পরিবর্তে সওয়া ১১টায় ছাড়বে। ১৩০৩১ হাওড়া থেকে ১১টা ৫ মিনিটের পরিবর্তে ১২টা ৫ মিনিটে ছাড়বে।