পদ্মে অধিষ্ঠানের পরই ওয়াই-প্লাস নিরাপত্তা পেলেন 'জাত-গোখরো' মিঠুন চক্রবর্তী
মহাগুরুকে সুরক্ষা দেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মঞ্চে উঠেই জোরসে হাঁক দিয়ে রাজনৈতিক ময়দানেও সিনেমার ডায়লগের প্রাসঙ্গিকতা মনে করিয়ে দিয়ে বলেন, " আমি জলঢোড়াও নই, বেনেবোড়াও নই, আমি হলাম জাত গোখরো ! এক ছোবলেই ছবি !" হ্যাঁ, মহাগুরু মিঠুন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার পরপরই তাকে ঘিরে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনার ক্ষেত্র। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে মিঠুনকে ওয়াই প্লাস ক্যাটিগরির সুরক্ষা দেওয়া হল। ওঁনার সুরক্ষার দায়িত্বে থাকবে সিআইএসএফ বা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী।
ভিআইপিরা রাজনীতির ময়দানে এলে বা আক্রান্ত হতে পারেন এমন সম্ভাবনা থাকলে কেন্দ্রীয় গোয়েন্দাদের পরামর্শে ব্যক্তিত্বের গুরুত্ব অনুসারে নানা স্তরের নিরাপত্তা দিয়ে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ওয়াই প্লাস ক্যাটিগরির সুরক্ষায় মিঠুন পাবেন এগারো জন কমান্ডার সহ পঞ্চান্ন জন নিরাপত্তাকর্মী যাদের মধ্যে দুজন সর্বক্ষণের বন্দুকধারী ও আরো চারজন বন্দুকধারীর নিরাপত্তা। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল জেড প্লাস ক্যাটিগরির সুরক্ষা যা আরেকটু উচ্চ পর্যায়ের। কোনো বিপদের আঁচ আগাম টের পেয়েই কি তড়িঘড়ি এত নিরাপত্তা মোতায়েন করা হল মিঠুনকে ঘিরে? উঠেছে প্রশ্ন।