উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে স্পেশ্যাল বাস, স্বাভাবিক করা হচ্ছে ট্রেন পরিষেবা
উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর
অপেক্ষার প্রহর শেষ করে, আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2023)। প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগেই পরীক্ষার্থীদের পৌঁছতে হবে পরীক্ষার হলে। কাজেই পরীক্ষার্থীদের যাতে যানজটের হয়রানি না ভোগ করতে হয়, তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর।
পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ১৫ টি রুটে অতিরিক্ত বাস চালানো হবে।
প্রসঙ্গত, শিয়ালদহ মেইন শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদহ মেইন শাখায় বাতিল বেশ কিছু ট্রেন। বহু ট্রেন চলছে দেরিতে। যা নিয়ে ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। এর মধ্যেই আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনো ভোগান্তির শিকার না হতে হয়, তাই শিয়ালদহের ডিআরএমের তরফে জানান হয়েছে, ট্রেন বাতিলের সংখ্যা কমানো হচ্ছে। যে ট্রেনগুলি দেরিতে চলছিল, সেগুলি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।