উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় ট্রেনের গতিবিধি জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ
বদল এসেছে সূচিতেও
আগামী সপ্তাহে তথা ১৪ মার্চ থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (High Secondary) পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে গ্যালোপিং ট্রেনে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বদল এসেছে সূচিতেও।
আজ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ট্রেনের গতিবিধি জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু (সকাল ৮ টা থেকে ১০ টা) এবং শেষের সময়ে (১.১৫ থেকে ৩.১৫ পর্যন্ত) পরীক্ষার্থীরা যাতে প্যাসেঞ্জার ও ইএমইউ-তে চড়ে সহজে গন্তব্যে পৌঁছতে পারে, তাই মেন লাইনের সমস্ত EMU ও প্যাসেঞ্জার ট্রেন পরীক্ষার দিনগুলিতে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
আরও পড়ুন
এছাড়া বনগাঁ লাইনের ট্রেনগুলি সংহতি হল্ট স্টেশনে থামবে।