দলবিরোধী কাজে মদত! তৃণমূল থেকে বহিষ্কৃত করা হল পার্থ বাবুকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2021   শেষ আপডেট: 26/01/2021 4:27 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

যাঁরা বিজেপিতে যেতে চান, তাঁরা তাড়াতাড়ি যান। না হলে ট্রেন ছেড়ে দেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নদিয়া জেলা তৃণমূলের সহ–সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থসারথি চট্টোপাধ্যায়কে। জানা যাচ্ছে, দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা এবং ওই ধরনের কাজে মদত দেওয়ার অভিযোগেই নদিয়া জেলা তৃণমূলের সহ-সভাপতির পদ থেকে সোমবার হঠাৎই সরিয়ে দেওয়া হল পার্থসারথী চট্টোপাধ্যায়কে (Parthasarathi Chatterjee)।

এর পাশাপাশি তৃণমূলের কোনও সভায় তাঁকে যোগদান করতেও বারণ করা হয়েছে। সোমবার এই মর্মে জেলা সভাপতির চিঠি পৌঁছয় তৃণমূলের জেলা সহ সভাপতি তথা রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায়ের কাছে। ইতিমধ্যেই প্রাপ্তির কথা স্বীকার করেছেন তিনি।

হুগলির পুরশুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যাঁরা বিজেপিতে যেতে চান, তাঁরা তাড়াতাড়ি যান। না হলে ট্রেন ছেড়ে দেবে।’ তবে পার্থসারথি চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চিঠিতে লেখা হয়েছে আমায় দলবিরোধী কাজের জন্য সরানো হল। কী দলবিরোধী কাজ করলাম, তা উল্লেখ করা হয়নি। এভাবে সরানোর আগে শোকজ করা উচিত ছিল। কিন্তু তেমনটা করা হয়নি।’

এই বিষয়ে জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণী কুমার রায় বলেন, ‘‌সভাপতি যা করেছেন, নিশ্চয়ই বুঝে করেছেন। একটা বিষয় জরুরি, দলের শৃঙ্খলারক্ষা করতে দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সভাপতি সঠিক করেছেন এবং ভেবেচিন্তেই করেছেন।’‌

গত কয়েকদিন ধরেই পার্থসারথি চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়। কিছুদিন আগে রানাঘাট শহরের কয়েকটি জায়গায় পার্থসারথি চট্টোপাধ্যায় ওরফে বাবু চট্টোপাধ্যায়কে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে ‘আমরা বিজেপি সমর্থনকারীরা বাবু চট্টোপাধ্যায়কে চাই না’ লেখা পোস্টার ও ফ্লেক্স লাগা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছিল।