ফের রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ। আজ সকাল থেকেই ভারী থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহরবাসী। মাঝে এক দু'বার রোদের হাসি দেখা পেলেও, ফের রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ। কালো মেঘে ঢেকেছে শহর ও শহরতলী৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।