চলবে না টিফিন ভাগাভাগি, চলবে না মাঠের খেলাধুলা : স্কুল খুললে আর কি কি শর্ত মানতে হবে পড়ুয়াদের?
শুক্রবার থেকে স্কুল খুলছে রাজ্যে
অবশেষে খুলছে রাজ্যের স্কুলগুলি। সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বল্পদিনের ক্লাস পেলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পায়নি একটিও ক্লাস। থিওরি পঠনপাঠন অনলাইনে হলেও থমকে রয়েছে প্র্যাকটিকাল ক্লাস। সব ভেবেচিন্তে প্রায় বছর ঘুরে আবার শুক্রবার থেকে চালু হচ্ছে স্কুল। তবে করোনার কাঁটা এখনো নির্মূল হয়নি, তাই মানতে হবে সচেতনতা। আর তাই নয়া নির্দেশিকায় স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্য একাধিক নিয়মনীতি জারি করেছে রাজ্য।
বাহান্ন পাতার ওই গাইডলাইনে বলা হয়েছে, ১) মাস্ক পরে আসতে হবে স্কুলে। ২) মাদুলি-তাবিচ-কবচ এগুলো বাড়িতে খুলে রেখে আসতে হবে। ৩) যেকোনো ধাতব অলংকার : আংটি, চুড়ি, চেইন এসব পরে ক্লাসে আসা যাবেনা ৪) বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি করে খাওয়া যাবেনা। ৫) সাবান দিয়ে হাত ধুতে হবে বারবার ৬) মাঠে খেলাধুলা হুল্লোড় করা যাবে না। ৭) নিজের বইখাতা, জলের বোতল নিজেকেই আনতে হবে, অন্যের থেকে ভাগ চাওয়া যাবেনা। ৮) যেখানে সেখানে থুথু ফেলা যাবেনা। ৯) টয়লেট ব্যবহারের পর বারবার ফ্ল্যাশ করতে হবে। ১০) শারিরীক দূরত্ব যথাসম্ভব বজায় রাখতে হবে। একইসাথে স্কুল কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে একটি করে অন্তত আইসোলেশান রুম বরাদ্দ রাখতে। শিক্ষক পড়ুয়া বা শিক্ষাকর্মী অসুস্থ হলে সেখানে বিশ্রাম নিতে পারে। প্রতিটি স্কুলে ধুলো ময়লা পরিষ্কার ও স্যানিটাইজেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।