সুরাপ্রেমীদের জন্য সুখবর! রাজ্যে কমছে মদের দাম
আগামী মঙ্গলবার থেকেই কমছে বিলিতি মদের দাম
কাল অষ্টমী (Jagaddhatri Puja)। আর তার আগেই উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য সুখবর। আগামী মঙ্গলবার থেকেই কমছে বিলিতি মদের দাম (Liquor price)। সঙ্গে কমছে বিয়ারের মূল্যও। খবর, রাজ্য সরকারের আবগারি শুল্ক কমানোর জন্যই সস্তা হচ্ছে বিলিতি মদের দাম। রাজ্য সরকারের বক্তব্য, "শুল্ক কমলে দাম কমবে অনেকটাই, আর দাম কমলে বিলিতি মদের বিক্রি অনেকটা বাড়বে। বেশি বিক্রি হলে রাজ্যে কোষাগারে বেশি রাজস্ব আদায়ে হবে।" জানা গিয়েছে, বিলিতি মদ বর্তমানে যে দামে পাওয়া যায়, তার তুলনায় প্রায় ২৫ শতাংশ কমবে।
এর ফলে খুশির আবহাওয়া সুরা প্রেমীদের মধ্যে। উল্লেখ্য, গত বছর মার্চে করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল মদ বিক্রি। এরপরে দোকান খুললেও, বেড়ে যায় দাম। যার প্রতিফলন দেখা যায় ২০২০-২১ সালের সরকারের মোট আবগারি রাজস্ব সংগ্রহে। ২০২০-২১ সালে রাজ্যে মোট আবগারি রাজস্ব আদায় হয়েছে ১১,৪৫৮.৪০ কোটি টাকা।