"কিছুক্ষণ আরও নাহয় রহিতে" সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে গীতশ্রীর শেষকৃত্য
"শেষ বয়সেও চরম ধাক্কা খেয়েছেন প্রিয় সন্ধ্যাদি" মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা গানের সন্ধ্যাপ্রদীপ তিনি। যাঁর সুরমূর্ছনায় আজও আপামর বাঙালি মুগ্ধ। তিনি বাঙালির গর্ব, অহংকার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সকলে। হয়তো তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরেলা কণ্ঠস্বর বাঙালির কানে বাজবেই। তা থামার নয়, তা তো অবিনশ্বর!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন। সূত্রের খবর, অনুষ্ঠান কাটছাঁট করেই তিনি ফিরে আসছেন। আর আজ বিকেলের পর ক্যাওড়াতলা মহাশ্মশানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।
পিস ওয়ার্ল্ড থেকে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। সেখানে গুণীজন, অসংখ্য অনুরাগী তাঁকে শেষশ্রদ্ধা জানান। এরপর দুপুর ১২ টা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিল্পী সাহিত্যিক দুনিয়ার গুণমুগ্ধরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। বিকেলের পর ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। থাকবে গান স্যালুট।
এদিকে কোচবিহারের সভা থেকে একের পর এক উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক কালে কেন্দ্র সরকারের পদ্মশ্রী পুরস্কার নিয়ে তিনি যারপরনাই বিরক্ত প্রকাশ করেছেন। বলেছেন, "শেষ বয়সেও চরম ধাক্কা খেয়েছেন প্রিয় সন্ধ্যাদি।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "অনেক দিয়েছেন, কিন্তু জীবনে কিছুই পাননি। মানুষের ভালবাসা একটা পদ্মশ্রীতে হয় না। ওনার অনেক আগেই আরও বড় সম্মান পাওয়ার ছিল। শেষ বয়সে ধাক্কা খেলেন। চরম অপমানিত বোধ করেছেন।"