ফের ময়নাতদন্ত মৃত বিজেপি কর্মী উলেন রায়ের
পরিবারের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত
শিলিগুড়িতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু রহস্য নিয়ে এখনও চলছে তৃণমূল–পুলিশ–বিজেপি চাপানউতোর৷ এই পরিস্থিতিতে আবার মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত৷ বুধবার সকালে ম্যাজিস্ট্রেট ও তিনজন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হওয়ার কথা৷
সোমবার দুপুরে উত্তরকন্যা অভিযান ছিল বিজেপির৷ সেদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের৷ টিয়ার গ্যাস ও জলকামান চালায় পুলিশ৷ এই সময়ে অসুস্থ হয়ে পড়েন উলেন রায় নামে এক বিজেপি কর্মী৷ দলের অভিযোগ, তাঁর বুকে রবার বুলেট লেগেছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশের বিরুদ্ধে দোষারোপ শুরু করে বিজেপি৷ পুলিশ পাল্টা জানায় তারা কোনও আগ্ণেয়াস্ত্র ব্যবহার করেনি৷ সোমবার রাতেই ময়নাতদন্ত হয়৷ মঙ্গলবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ করে রাজ্য পুলিশ টুইট করে জানায়, ছররা গুলির আঘাতে মৃত্যু হয়েছে উলেনের৷ এরপরেই প্রশ্ণ উঠে যায়, গুলি কে চালালো তা নিয়ে৷ চলতে থাকে ব্যাপক চাপানউতোর৷ এরই মধ্যে মৃতের পরিবার থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানানো হয় আদালতে৷ সে আবেদনে সাড়া দিয়েছে আদালত৷
ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট কী হয়, তা নিয়ে অধীর আগ্রহে উলেনের পরিবার সহ রাজ্যের রাজনৈতিক মহল৷