উর্ধ্বমুখী করোনার গ্রাফ, করোনার চতুর্থ ঢেউ! ঘোষণা স্বাস্থ্য ভবনের
গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৫৯ জন
গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৬৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৪৩ জন কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে কলকাতায় সংক্রমিত ৫৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং চতুর্থ স্থানে পূর্ব বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৬৮ ও ১২৯ জন।
বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই একটু একটু করে বেড়েছে করোনা সংক্রমণ। শুধু রাজ্যে নয়, সংক্রমণ বেড়েছে গোটা দেশেই। এবার আনুষ্ঠানিকভাবে করোনার চতুর্থ ঢেউয়ের কথা ঘোষণা করল স্বাস্থ্য ভবন। কোভিড সংক্রান্ত নয়া নির্দেশিকাতে এমনই উল্লেখ করেছে স্বাস্থ্য ভবন।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ে কোভিডে গুরুতর আক্রান্ত হয়েছেন এমন অনেকেই এখন ফের আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে পোস্ট কোভিড সিনড্রোমের কথা মাথায় রেখে চিকিৎসা করার জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।