লোকসান রুখতে ১৪টি রুটে বাস পরিষেবা বন্ধের ডাক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 4:53 p.m.
কলকাতা মিনিবাস ~Facebook

বুধবার থেকে আবারো যাত্রী দুর্ভোগ

তেলের দাম বাড়লেও ভাড়া না বাড়ায় চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বাস মালিকরা, তাই বুধবার থেকে ১৪ টি রুটে বাস নামাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকারি বাসের সংখ্যা এমনিতেই হাতে গোনা, এর মাঝে বেসরকারি বাসের এই দশা কার্যতই সমস্যার কারণ হবে নিত্যযাত্রীদের পক্ষে।

বাস সংগঠন সূত্রে খবর ১, ১এ, ১বি, ১২, ১২এ, ১২বি, ৪২এ, ৪২বি, ৩৯, ১২৩, ১৬১ রুটের বাস তুলে নেওয়া হবে বুধবার থেকে। এর মধ্যে বেশ কয়েকটি হাওড়া থেকে ছাড়ে। করোনাকালে সংগঠনগুলি নিজেরাই ভাড়া বৃদ্ধি করলেও এসমস্ত রুটে ন্যুনতম ১০ টাকা নিতেন । তবে আনলক পর্বে যাত্রীরা আবার আগের মতো ৭ টাকায় ফিরে যাওয়ায় মতান্তরে গতদিন কসবায় বিক্ষোভ দেখান বাস কন্ডাক্টররা। এছাড়াও করোনা পরিস্থিতিতে জরুরী পরিষেবার পেশায় নিযুক্ত কর্মীদের স্বার্থে বাস চালিয়েছেন তারা। আজ এতদিন কেটে গেল সরকার তেলের দাম ও ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের কোনোভাবেই আর্থিক সহায়তা করেনি, এমনটাই দাবি। আগামী ৩০ শে ডিসেম্বর নিজের বকেয়া টাকা আদায়ের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।