মেদিনীপুরে জোড়াফুল-বিহীন পোস্টার রাজীবের নামে; অস্বস্তি দলে
নিজের ক্ষোভের কথা দলে জানিয়েছেন, দাবী রাজীবের
রাজ্যের বনমন্ত্রী এবং তৃণমূলের হাওড়া জেলা শাখার কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে এবার জোড়াফুল প্রতীক বিহীন পোস্টার পড়ল মেদিনীপুর শহরে।
পোস্টারে রাজীব-অনুগামীরা স্পষ্ট করে দিয়েছেন যে দলে তাঁদের প্রিয় নেতা রাজনৈতিক ক্ষেত্রে যে সিদ্ধান্তই নিন, তাঁরা রয়েছেন তাঁদের প্রিয় 'দাদার' পাশেই। তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথে 'আমরা দাদার অনুগামী', 'দাদার সাথী' প্রভৃতি লেখা পোস্টার এবং ব্যানারে আজ ছয়লাপ হল গোলকুয়ার চক, গান্ধী মোড় সহ মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ সব জায়গা।
কয়েকদিন আগেই দলের কিছু নেতার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন রাজীব। তৃণমূল ছেড়ে একের পর এক নেতা কর্মীর বিজেপিতে যোগদান দেওয়ার ঘটনার মাঝে রাজীবের ওই অসন্তোষ উসকে দেয় অনেক জল্পনা। যদিও তারপরে দলীয় নেতৃত্বের সাথে তাঁর এই বিষয়ে বৈঠক হয় এবং রাজীব দাবী করেন, তাঁর ক্ষোভের কথা তিনি সেখানে জানিয়েছেন, তবু আজ রাজীবের নামে মেদিনীপুর শহর জুড়ে এই পোস্টার কার্যত জিইয়ে রাখল বিতর্কের আঁচ।