প্রবাসী বাঙালিদের জন্য সুখবর! এই নিয়ম মানলে মিলতে পারে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/10/2023   শেষ আপডেট: 07/10/2023 9:53 p.m.
ফাইল চিত্র

প্রবাসী বাঙালিদের পুজোকেও আপন করে নিল রাজ্য সরকার

Durga Puja 2023 : দুর্গাপুজো পেয়েছে হেরিটেজ (UNESCO) তকমা, তাই বাড়তি আনন্দ চলতি বছর। এরই মাঝেই প্রবাসী বাঙালিদের পুজোকেও আপন করে নিল রাজ্য সরকার (West Bengal State Government)। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, শুধু জেলার পুজো নয়, এবার বিদেশের দুর্গাপুজোকেও ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেবে নবান্ন (Nabanna)। এর জন্য করতে হবে আবেদনপত্র পূরণ। উদ্বেগের কিছু নেই, অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে ফর্ম ফিলাপ।

অনলাইনে ফর্ম ফিলাপ করতে রাজ্য সরকারের 'এগিয়ে বাংলা' (Egiye Bangla, https://wb.gov.in/) পোর্টালে যেতে হবে। সমস্ত তথ্য মিলবে সেখানেই। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা থেকে সেরা আলোকসজ্জা, সেরা সাবেকি, সেরা ঢাক সহ একাধিক বিভাগে মিলবে পুরস্কার।

তবে আর দেরি কীসের? দেশ হোক বা বিদেশ, নিজেদের পুজোকে সকলের সামনে তুলে ধরতে পূরন করুন ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এর ফর্ম।