টিকাকরণের প্রথম দিন কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 5:57 a.m.
মমতা বন্দ্যোপাধ্যায় - twitter @BanglarGorboMB

কেন্দ্র কম সংখ্যায় টিকা পাঠাচ্ছে— সরাসরি টিকা কিনতে আগ্রহী মমতা

প্রয়োজনের তুলনায় কম সংখ্যক টিকা পাঠানো হয়েছে রাজ্যে। দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রথমদিন কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে কম টিকা পাঠালে রাজ্য সরকার সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার থেকে ভ্যাকসিন কিনতেও রাজি বলে জানান মমতা।

গতকাল নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা কেন্দ্রের আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের উদ্দেশে ভাষণ দেন মমতা। রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও সারেন। সেখানেই বারবার কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দিতে ইচ্ছুক।

তবে মমতার এই অভিযোগের পর মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূলের বিধায়করা আগে টিকা নিলে তারপর আর কিভাবে বাকিদের জন্য টিকা বাঁচবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, কাটোয়া এবং ভাতারের তৃণমূল বিধায়ক টিকা নিয়েছেন শনিবারই।