"শুভেন্দুর সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে" বললেন নন্দীগ্রামের মা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/12/2020   শেষ আপডেট: 31/12/2020 5:37 p.m.
-

দিদির সঙ্গে ছিলেন আর দিদির সঙ্গেই আছেন বলে জানান তিনি

২০০৭ সালের ১৪ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে ১৪জন আন্দোলনকারী নিহত হন। সেই নিহতদের মধ্যে থাকা শেখ ইমদাদুলের মা ফিরোজা বিবি ২০০৯ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন। শহীদের মা হিসাবে সেইবার নির্বাচনে তাঁকে প্রার্থী করেন মমতা বন্দোপাধ্যায়। সেইবছর ফিরোজা বিবির প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছিলেন সিপিআই নেতা পরমানন্দ ভারতী। তবে ফিরোজা বিবি প্রার্থী হলেও অলক্ষ্যে থেকে যে পুরো বিষয়টা পরিচালনা করেছিলেন তিনি শুভেন্দু অধিকারী।

২০০৯ এর পর ২০১১তেও নন্দীগ্রাম থেকে জয়ী হন ফিরোজা বিবি। এরপর নন্দীগ্রাম থেকে ফিরোজা বিবির বদলে শুভেন্দুকে প্রার্থী করা হলে বিনা বাক্য ব্যায়ে জায়গা ছেড়ে দেন তিনি। তবে পূর্ব বর্ধমান- পাঁশকুড়া কেন্দ্রে জয়ী হন সেবার। শুভেন্দুকে প্রার্থী করা হলে সেই থেকে রাজনৈতিক মহলে তাঁর নাম হয় ' নন্দীগ্রামের মা'। সন্তান হারা ফিরোজা বিবি শুভেন্দু কে সবসময়ই মাতৃস্নেহ দিতেন। কিন্তু গত ১৮ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে শুভেন্দুর বিজেপিতে যোগদান করার পর থেকে শুভেন্দুর ওপর যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন ফিরোজা বিবি। কথাও বলেননি তিনি। তিনি জানান ' কুপুত্রের চেয়ে নিপুত্র ভালো।' তিনি জানেন যে সামনের নির্বাচনে শুভেন্দুই তাঁর প্রতিদ্বন্ধী হবেন। তিনি বলেন, "এক সন্তান হারিয়ে হাজার সন্তান পেয়েছি। তাই এক সন্তানের বিরুদ্ধে লড়তে হলে লড়ব। আমার অবস্থানে কোন বদল হবেনা। কে ভাই, কে বাবা, কে সন্তান - দেখার সময় নেই এখন। দিদির সাথেই আছি।"