দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ, দুই যুবকের উপর গুলি, বোমা নিয়ে হামলা দক্ষিণ ২৪ পরগনায়
গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে
দুষ্কৃতী কাণ্ডের প্রতিবাদ করার জের। বোমা, গুলি নিয়ে একদল দুষ্কৃতী হামলা চালাল দুই যুবকের উপর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বিষ্ণুপুরের ভাসায়। ঘটনায় আহত হয়েছেন দুই যুবকই, একজন গুলিবিদ্ধ।
সূত্রের খবর, দুই যুবকের নাম প্রদীপ নস্কর এবং প্রভাত গায়েন। শনিবার রাতে দুজনেই বাড়িতে ছিলেন। এমন সময় বোমা ছুঁড়তে ছুঁড়তে এলাকায় ঢোকে জনা ছ’য়েক দুষ্কৃতী। বোমার আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন দুই যুবক। অভিযোগ, এরপরেই দুজনকে উদ্দেশ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের গুলিতে আহত হন প্রদীপ নস্কর। তাঁর পায়ে গুলি লাগে। অন্যদিকে, প্রভাতকে রীতিমতো মারধর চালানো হয়। বন্দুকের বাঁট দিয়ে প্রভাতের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা চলে গেলে ঘটনাস্থল থেকে প্রদীপকে উদ্ধার করে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। যুবকদের পরিবারের দাবী, পুজোর সময় দুই যুবক এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করেছিলেন। তারই শোধ তুলতে এদিন হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে দুষ্কৃতীরা এখনও অধরা।