সোদপুরে সিলিন্ডার ফেটে ছ'তলা সমান আগুন, গুরুতর জখম ৫
বেআইনিভাবে গ্যাস ভরতে গিয়েই দুর্ঘটনা : এলাকাবাসী
গতরাতে ন'টা নাগাদ বিকট শব্দে এক নয়, একাধিকবার কেঁপে উঠলো সোদপুর। পরপর সিলিন্ডার বিস্ফোরণে প্রচন্ড শব্দের পাশাপাশি আগুন ওঠে প্রায় ছ'তলা সমান উচ্চতায়। অনেক দূরবর্তী এলাকা থেকেও বেশ ভালোভাবেই শোনা গেছে এই বিভীষণ শব্দ। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ জন।
ঠিক কি হয়েছিল? জানা গেছে সোদপুর-মধ্যমগ্রাম রোডের ওপর অমরাবতী এলাকায় অটোতে গ্যাস ভরার সময় এই বিষ্ফোরণ ঘটে। এলাকার স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে বেশ কয়েকটি গ্যাস ফিলিং স্টেশন গড়ে উঠেছে ওই স্থানে। এই প্রকারের বিষ্ফোরণে স্থানীয়দের পাশাপাশি পথচলতি জনগনও আতঙ্কিত হয়ে পড়েন। বিকট শব্দে ভেঙে পড়ে ফ্ল্যাটবাড়ির জানলার কাচ, অসুস্থ হয়ে পড়েন এক প্রতিবেশী বৃদ্ধা। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে ও ছ'তলা সম আগুন নিয়ন্ত্রণে আনে। ঘোলা থানার পুলিশ এসে আপাতত ওই সেন্টারটি সিল করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি একটি গ্যাসের গোডাউন যেখানে বেআইনিভাবে গ্যাস রিফিলিং করতে গিয়ে এই বিপত্তি ঘটে।