অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য বর্ধমান মেডিক্যাল কলেজে, মৃত ১
আগুন লাগার কারণ খুঁজতে মেডিক্যাল কলেজের তরফে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
বর্ধমান মেডিক্যাল কলেজের (Burdwan Medical College) কোভিড ওয়ার্ডে (Covid Ward) বিধ্বংসী আগুন (Fire Break out)। হাসপাতাল সূত্রে খবর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক করোনা রোগীর। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল (৬০), তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার ভোর ৪.৩০ নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নং ব্লকে আগুন লাগে। এক কোভিড রুগী প্রথম আগুন দেখতে পান, তার চিৎকারে বাকিদের ঘুম ভাঙে। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন, পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। মশা মারার ধূপ বা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের। দমকল সূত্রে খবর, রাধারাণী ওয়ার্ডের ৬ নং ব্লকের একটি বেডে প্রথমে আগুন লাগে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত জানান, ‘‘এই ঘটনা খুবই দুঃখজনক। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’’ অন্য দিকে এই বিধ্বংসী আগুনে মৃত সন্ধ্যা মন্ডলের মেয়ে রানু মণ্ডল বলেন, "মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আমাদের ওয়ার্ডে ঢুকতে দিলে মা-কে বাঁচানো যেত।’’ ঘটনাস্থলে পুলিশ এসেছে, তদন্ত চলছে। আগুনের উৎস কি খতিয়ে দেখছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।