পুনর্বাসন প্যাকেজের দাবি তুললেন প্রাক্তন মাওবাদীরা
না হলে ভোটে ‘বঞ্চিত’ করার হুমকি
আসন্ন বিধানসভা ভোটের আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ালেন বেলপাহাড়ি ব্লকের প্রাক্তন মাওবাদী ও জনসাধারণের কমিটির প্রাক্তন সদস্যরা৷ শুক্রবার চাকাডোবা মাঠের সভা থেকে তাঁরা বললেন, পুনর্বাসন প্যাকেজ ও চাকরি থেকে বঞ্চিত হলে ভোটে মুখ্যমন্ত্রীকেও ‘বঞ্চিত’ করবেন তাঁরা৷
এদিন জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ও প্রাক্তন মাওবাদীরা বলেন, সরকারে বসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে সব তিনি পূরণ করেননি৷ অথচ আমরা সিপিএম বিরোধী আন্দোলন করে তাঁকে ক্ষমতায় এনেছিলাম৷ তাঁদের অভিযোগ, সিপিএম আমলে দায়ের হওয়া মামলার খরচ চালাতে তাঁরা সর্বস্বান্ত হতে বসেছেন৷ অথচ প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সরকার এগুলি তুলে নেয়নি৷ তাঁরা বলেন, বাঁকুড়া ও পুরুলিয়ার মূল স্রোতে ফেরা মাওবাদীরা অনেকেই চাকরি ও প্যাকেজ পেলেও ঝাড়গ্রাম বঞ্চিত হয়েই রয়েছে৷ এবার তাঁদের স্পষ্ট কথা– ‘‘আমরা বঞ্চিত হলে দিদিও বঞ্চিত হবেন’’৷