পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, মমতাকে একহাত নির্বাচন কমিশনের
মমতা ব্যানার্জির বিরোধিতা করে মন্তব্য নির্বাচন কমিশনের
নির্বাচনে কমিশনের ব্যবস্থা এবং এবং তা নিয়ে পুলিশ সুপারদের এবং জেলার পুলিশ আধিকারিকদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তার একটি গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট এদিন প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন মমতা। এবারে সেই চ্যাট নিয়ে তাদের মতামত জানালেন নির্বাচন কমিশন। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানালো, মমতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল নেতাদের গ্রেপ্তারি নিয়ে মমতা যে দাবি তুলেছেন তাও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশন।
আর এই জবাবের ফলেই দিল্লির নির্বাচন কমিশন এবং রাজ্যের সংঘাত আরো চরমে। শনিবার বীরভূমে সভা করে মমতা উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং এলাকার জেলা পুলিশ আধিকারিকদের মধ্যে একটি কথোপকথনের চ্যাট রেকর্ড ফাঁস করেন মমতা। সাংবাদিক বৈঠকে মমতা জানান কিভাবে কমিশন তার দলের লোকেদের ওপর নজরদারির নির্দেশ দিয়েছে। এই নিয়ে পুলিশ মহলে বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, এমন কোনো নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি, মমতার দাবি সম্পূর্ণরূপে ভিত্তিহীন।