পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন
ত্রুটি সংশোধন করে মনোনয়নপত্র জমা দিলে সেটাও ত্রুটিপূর্ণ বলে ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন
লোকসভা নির্বাচনের আগেও সমস্যায় পড়েছিল পুরুলিয়ার তৃণমূল। এবার বিধানসভা নির্বাচনের আগেও পুরুলিয়ার জয়পুরে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের জমা দেওয়া মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ বলে বাতিল করল নির্বাচন কমিশন। নতুন করে আর কোনো মনোনয়নপত্র জমা দেওয়া যাবেনা কারণ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেছে। অর্থাৎ পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে নির্বাচনের আগেই নির্বাচনে অংশগ্রহণ থেকে ছিটকে গেল তৃণমূল। এই ঘটনায় স্বভাবতই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে শাসক শিবিরে।
কিন্তু ঠিক কী হয়েছিল? গত ৯ই মার্চ জয়পুর কেন্দ্রে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল। ওইদিনই মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। গতদিন মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শেষ হবার পর একটি ত্রুটি চিহ্নিত করে তার পত্রটি বাতিল করে তা সংশোধন করতে বলা হয়। উনি ৯ তারিখে জমা দিলেও মনোনয়নপত্রে ৮ই মার্চ লেখা থাকায় তা গৃহীত হয়নি। এরপর সংশোধন করে জমা দিলে আবার ত্রুটি পায় কমিশন। মাত্র এক সেট মনোনয়নপত্র জমা দেওয়ায় তা ফিরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইটেও উজ্জ্বলবাবুর মনোনয়নপত্র বাতিল হবার কথা ঘোষণা করে দিয়েছে কমিশন। আর নতুন করে কোনো মনোনয়নপত্র জমা দিতে পারবেননা তিনি। উজ্জ্বলবাবু নিজে বলেন, "আমার মনোনয়নপত্র কেন গ্রহণ করা হল না, যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরাই এর কারণ জানাতে পারবেন।" এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং ওই কেন্দ্রের তৃণমূলে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়ানো প্রার্থী দিব্যজ্যোতি সিংকে সমর্থন করবে তৃণমূলের একাংশ, সূত্রের খবর। আশ্চর্যজনকভাবে, ওই জয়পুর কেন্দ্রে জনতা দল ও ঝাড়খন্ড জনমুক্তি মোর্চা থেকে দাঁড়ানো দুই প্রার্থীরও মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।