SSC নিয়োগে হাল ধরেছে রাজ্য, ৮ আগস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2022   শেষ আপডেট: 31/07/2022 2:09 p.m.
ব্রাত্য বসু facebook.com/BratyaBasuCultural

আন্দোলনকারী প্রতিনিধিদের মুখোমুখি বসিয়ে বৈঠকে বসতে চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এসএসসি (SSC) নিয়োগের জট কাটাতে তৎপর রাজ্য, সোমবারই আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক শিক্ষামন্ত্রীর (Education Minister of West-Bengal, Bratya Basu)। ৮ আগস্ট এসএসসির নিয়োগ ইস্যুতে আন্দোলনকারী প্রতিনিধিদের মুখোমুখি বসিয়ে বৈঠকে বসতে চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। তার আগে আগামিকাল, সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগেই এসএসসি নিয়োগ নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে আপাতত সরগরম রাজ্য ও রাজনীতি। এসএসসি দুর্নীতির জট বাস্তবে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, তা ইতিমধ্যেই বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই আপাতত চাকরিপ্রার্থীদের নজর আগামিকাল বিকাশ ভবনের বৈঠকের দিকেই।

আগামী ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সূত্রের খবর, ওই বৈঠকে এসএসসি চেয়ারম্যানেরও উপস্থিত থাকার কথা। তবে এসব কিছুর আগেই মন্ত্রিসভার বৈঠকের আগেই এসএসসি নিয়োগ নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী।