৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে অনুদান, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
চলতি সপ্তাহের শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM) ঘোষণা করেছিলেন, চলতি বছর ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। একই সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
এতদিন এই নিয়েই চলছিল কটাক্ষ। গতকাল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্য করেন, "দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান। এভাবেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।"
রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলার আবেদন। আজ, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহের শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।