ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও হল না লাভ, বঙ্গে পুজোর উদ্বোধনে আসছেন না শাহ
সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
গতমাস থেকেই গেরুয়া শিবিরের তরফে শোনা গিয়েছিল, পুজো উদ্বোধন করতে নাকি পশ্চিমবঙ্গে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভালোই চলছিল প্রচার। শেষে কার্যত মন ভেঙে গেল ভক্তদের। বঙ্গে আসার প্রক্রিয়ায় দিল্লি সবুজ সংকেত দেয়নি। বলাবাহুল্য, চলতি বছরে পুজোর উদ্বোধনে আসছেন না অমিত শাহ। তবে পরে অবশ্য শোনা গিয়েছিল, অষ্টমীর দিন আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই সম্ভাবনাও নেই। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, বিশেষ কাজ থাকায় অমিত শাহ অষ্টমীর দিনও আসতে পারছেন না।
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও এবার পুজোয় আসবেন কি না, সেই বিষয়েও রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক বার্তা নেই। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকে বিজেপির উদ্যোগে পুজো এবং সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু তা হচ্ছে না বলেই, শুক্রবার সল্টলেকে ইজেডসিসি’তে বিজেপির পুজোর উদ্বোধন করবেন সুকান্ত মজুমদারই।