'দুয়ারে সরকার' কর্মসূচির সাথে এবার পড়ুয়ারা উদ্যত নাবালিকা বিয়ে বন্ধের প্রচারে
কন্যাশ্রী সংক্রান্ত নানা অভিযোগ সমাধানের পাশাপাশি নাবালিকা বিয়ে বন্ধের প্রচারে ভাতার, মন্তেশ্বর, কালনা, মঙ্গলকোট প্রমুখ অঞ্চলের পড়ুয়াড়া।
১ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে 'দুয়ার সরকার' কর্মসূচি। সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভা ওয়ার্ডের বহুস্তর পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। তবে, এইবার পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা নজিরবিহীন ঘটনার সাক্ষ্য দিয়ে গেলেন। তারা এইবার নাবালিকা বিয়ে রোধেও প্রচার চালালেন।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে নাদনঘাট অন্নপূর্ণা বিদ্যালয়ের পড়ুয়ারা “হেল্প-ডেস্ক” খুললেও এইবার একই অনুকরণে ভাতার, মন্তেশ্বর, কালনা, কেতু গ্রামের পড়ুয়ারাও হেল্প ডেস্ক খুলে সাধারণ মানুষের পাশে থেকেছে। পূর্ব বর্ধমান জেলার কন্যাশ্রী দফতর সূত্রে জানা যায়, “ প্রত্যেকটি শিবিরেই কন্যাশ্রীর মেয়েদের হেল্পডেস্ক করতে বলা হযেছে। সবটাই অভিভাবকের অনুমতির সম্মতি নিয়ে“। জেলা শাসক মহম্মদ এনাউর রহমান হেল্পডেস্ক সংক্রান্ত বিষয়ে মেয়েদের কাজ দেখে অভিভূত।
পড়ুয়াদের কথায়, “… হেল্পডেস্কে অনেকেই স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর আবেদনপত্র পূরণের জন্যে এসেছিলেন। এলাকার বাসিন্দাদের নানা প্রশ্নের জবাব দিয়েছি…”। সার্বিকভাবে অভিভাবকদের কন্যাশ্রী ও রুপশ্রী বিষয় নিয়ে আশ্বাস দেওয়ার পরেও নাবালিকা অবস্থায় বিয়ে না দেওয়ার কথা জানিয়েছেন বলে জানান তারা। জেলা আধিকারিকেরা অনেকই এই কর্মসূচি নিয়ে আশান্বিত। তাদের কথায়, এভাবেই নাবালিকা বিয়ের পরিমাণ হ্রাস পাবে।