নাচ-গান, খাওয়ার ব্যবস্থা করুন, কেষ্ট-পার্থর নাম ভুলে যাব, কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/08/2022   শেষ আপডেট: 23/08/2022 1:17 p.m.
-

দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান : দিলীপ ঘোষ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durgapuja)। এখন থেকে তাও আবার ইউনেস্কোর (UNESCO) 'হেরিটেজ' তকমাপ্রাপ্ত। তাই চলতি বছর থেকে দুর্গাপুজোকে ঘিরে রাজ্য সরকারের তরফে রয়েছে বিশেষ উন্মাদনা। চলতি বছর একমাস আগে থেকেই বাজবে পুজোর ঢাক। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার পুজো উদ্যোক্তাদের ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। এর সঙ্গেই ইলেকট্রিক বিলেও মিলবে ছাড়।

এবার মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তাঁর মন্তব্য, "দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান। এভাবেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।"

দিলীপ ঘোষ আরও বলেন, "লীলা-মেলা-খেলা যে বাংলায় চলে, সেটা করেই বাংলা বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে। বড় মিছিল করুন, নাচ-গান খাওয়াদাওয়ার ব্যবস্থা করুন, আমরা কেষ্ট-পার্থর নাম ভুলে যাব। কার বাপের টাকা গেছে, আমার কী? ৫০০ টাকা পেয়েছি, আমি তাতেই খুশি। পুজো করার জন্য ৬০ হাজার টাকা পেয়েছি, তাতেই খুশি।"