নন ডিজিটাল রেশন কার্ডে মিলবে না কেরোসিন তেল, ঘোষণা খাদ্য দফতরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/04/2022   শেষ আপডেট: 13/04/2022 8:18 p.m.
কেরোসিন

ডিজিটাল রেশন কার্ড ছাড়া বহুদিন আগেই বন্ধ হয়েছে খাদ্যশস্য বিতরণ

নয়া সিদ্ধান্ত রাজ্য খাদ্য দফতরের। এবার থেকে ডিজিটাল রেশন কার্ড ছাড়া পাওয়া যাবে না কেরোসিন তেল। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। প্রসঙ্গত, ডিজিটাল রেশন কার্ড ছাড়া বহুদিন আগেই বন্ধ হয়েছে খাদ্যশস্য বিতরণ। সেই পথে হেঁটেই এবার কেরোসিন তেলের ক্ষেত্রেও এল 'ডিজিটাল রেশন কার্ড'।

কাজেই, গ্রাহকরা যাতে খুব শীঘ্রই ডিজিটাল রেশন কার্ড করিয়ে নেন, সে বিষয়ে জোড় দিচ্ছে খাদ্য দফতর। অন্যদিকে, ডিজিটাল রেশন কার্ডে মিলবে বাড়তি সুবিধা। শোনা যাচ্ছে, ডিজিটাল রেশন কার্ডে ৫০০ মিলিলিটার বা তার বেশি পরিমাণে কেরোসিন তেল পাওয়া যাবে। যদিও একথায় সিলমোহর দেয়নি খাদ্য দফতর।

বর্তমানে কাগজের রেশন কার্ডেই মিলছে কেরোসিন তেল। কার্ড পিছু বরাদ্দ মাসে দেড়শো মিলিলিটার। কিন্তু খাদ্য দফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে নন ডিজিটাল রেশন কার্ডের তেল। খাদ্য দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "পয়লা জুন থেকে নন-ডিজিটাল কার্ডে আর কোনও কিছু মিলবে না। এ বার আর সিদ্ধান্ত বদল হবার নয়। কারণ ডিজিটাল রেশন কার্ড ছাড়া খাদ্যশস্য দেওয়া বন্ধ করার পরেই এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।"