নজরে হুগলি, 'ডেঙ্গির হটস্পট' তকমা মিলল স্বাস্থ্য দফতরের তরফে
এখনও পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা ৫,৭২৪ জন
পঞ্চাশ হাজারের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতিতে আশঙ্কা জাগাচ্ছে হুগলি। জেলার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান জানিয়েছে, গত ৫ বছরের মধ্যে চলতি বছর হুগলিতে সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা ৫,৭২৪ জন।
ইতিমধ্যেই এই জেলাকে ডেঙ্গি হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। তারপরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাসিন্দাদের অতিসতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যকর্তাদের মতে, কোনও একটি জায়গা নয়, আদতে গোটা হুগলি জেলাই ডেঙ্গির হটস্পট। গত ৫ বছরের মধ্যে চলতি বছর এই জেলায় ডেঙ্গি আক্রান্তের রেখচিত্র সবচেয়ে বেশি। হুগলির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) রমা ভুঁইয়া প্রথম সারির জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে বলেন, "আদতে হুগলি জেলার গোটাটাই হটস্পট। ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকা এমন এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে।"