লোকাল ট্রেন চালানোর দাবিতে উত্তপ্ত খড়গপুর শাখার চেঙ্গাইল
সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর অব্দি রেলপথ অবরুদ্ধ ছিল
করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্য সরকার বেশ অনেকদিন আগেই লোকাল ট্রেন (Local Train) পরিষেবা বন্ধ করে দিয়েছিল। চলতি মাসের শুরুতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বেসরকারি বাস চলার ছাড়পত্র পেলেও এখনও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। চলছে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। এবার আজ অর্থাৎ মঙ্গলবার লোকাল ট্রেন পুরোদমে চালু করার জন্য রেল অবরোধ হল দক্ষিণ পূর্ব রেল শাখার চেঙ্গাইলে (Chengail)। সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর পর্যন্ত রেললাইনে বিক্ষোভ হয়। এর জেরে আটকে পড়ে হাওড়া খড়গপুরগামী আপ ও ডাউন ট্রেন। অবরোধ করা যাত্রীরা দাবি করেছেন, "দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন। আমরা কাজে যেতে পারছি না। এখন তো সব খুলে গিয়েছে। তাহলে লোকাল ট্রেন চালু করা হোক। স্টাফ স্পেশাল চালানোর আর কোনো প্রয়োজন নেই।" দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হঠিয়ে দেয়।
আজ রেল অবরোধ করে সাধারণ মানুষ দাবি জানায় যে দুই মেদনীপুর এবং বাঁকুড়াগামী সমস্ত ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে। এছাড়াও তারা জানিয়েছে যে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশন যে স্টাফ স্পেশাল ট্রেন চলে তা সংখ্যায় খুবই কম। প্রসঙ্গত উল্লেখ্য, লোকাল ট্রেন চালুর দাবিতে যাত্রী বিক্ষোভ নতুন কোন ঘটনা নয়। গতমাসে শিয়ালদহ দক্ষিণ শাখর সোনারপুর ও মল্লিকপুরে পরপর দুদিন ধরে ব্যস্ত সময়ে ট্রেন অবরোধের ঘটনা ঘটেছিল। এছাড়াও একদিন দমদম ক্যান্টনমেন্টে একই দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছিল নিত্যযাত্রীরা। এবার রাজ্য সরকার কবে থাকতে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করবে, সেটাই দেখার।