'করোনা বাড়ছে, মাস্ক পড়ুন', রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আগের মতো মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করলে তবেই করোনায় লাগাম টানা যাবে : মুখ্যমন্ত্রী
রাজ্যে (West Bengal) ফের বাড়ছে করোনার গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত মাসের যেখানে করোনার দৈনিক সংক্রমণ একশোরও নিচে ছিল আর চলতি মাসে সেই সংখ্যাটা ৫০০ ছাড়িয়েছে অনেক আগেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান এবার এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
বর্ধমানের জনসভায় করোনা নিয়ে মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে করোনা সংক্রমণ আবার বাড়ছে। আপনারা সতর্ক থাকুন। আগে যেমনভাবে মাস্ক ব্যবহার করতেন এখন আবার মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন।"
আরও পড়ুন
অন্যদিকে, করোনার কারণে পরীক্ষা বাতিল হল কলকাতা মেডিক্যাল কলেজে। কাজেই উদ্বেগের একটা আবহাওয়া শুরু হয়েছে সর্বত্র। যদিও আতঙ্ক না হয়ে, সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী।