RT-PCR কোভিড পরীক্ষায় খরচ কমছে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/12/2020   শেষ আপডেট: 04/12/2020 2:36 p.m.

১২৫০ থেকে কমে এবার ৯৫০ টাকা

রাজ্যে ইতিমধ্যেই নাইসেডের তত্ত্বাবধানে শুরু হয়েছে তৃতীয় দফার কোভিড ট্রায়াল এবং স্বেচ্ছাসেবক হিসেবে টিকাগ্রহনের তালিকায় রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও। এরই মাঝে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করলেন প্রাইভেট ল্যাবগুলিতে RT-PCR পদ্ধতিতে কোভিড পরীক্ষার জন্য ৯৫০ টাকার অধিক নেওয়া যাবেনা।

এই মুহূর্তে রাজ্যের করোনা আক্রান্ত সংখ্যা ক্রমহ্রাসমান এবং গত ২রা ডিসেম্বর সংগৃহীত ৪২,৬২৪ নমুনার মাত্র ৮.২২ শতাংশ কোভিড পজিটিভ , এমনটাই সূত্রের দাবী। একই সাথে পরীক্ষার খরচ ১২৫০ থেকে কমে এবার ৯৫০ টাকা ধার্য হওয়ায় স্বস্তি মিলবে স্বাস্থ্যব্যবস্থায় , এমনই আশ্বাস।

যদিও এর আগেও রাজ্য সরকার সেপ্টেম্বরে পরীক্ষা খরচ কমিয়ে বারোশ টাকায় সীমাবদ্ধ রাখতে চাইলে শোরগোল পড়ে স্বাস্থ্য ভবনে, কারণ তাদের দাবি উন্নতমানের কিট এনে RT-PCR পরীক্ষা এত কম খরচে কিছুতেই সম্ভব নয় এবং কিটের খরচ রাজ্য সরকার বহন করলে আর আপত্তি নেই। এরই মাঝে দাম আরও কমল।

গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে কোভিড ভ্যাকসিন ও তার বন্টনব্যবস্থা সংক্রান্ত আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী । এদিনও টেস্টের সংখ্যা আরও যাতে বাড়ানো যায় সেই কথাই উঠে এল তাঁর বয়ানে। যদিও সবটাই আসন্ন ভোটের দিকে তাকিয়ে জনগনের 'আইওয়াশ' , এমনটাই তোপ দেগেছেন বিরোধীরা।