সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০,০০০ এর গণ্ডি
এর আগে প্রথম ঢেউয়ের সময় এতজন করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়নি পশ্চিমবঙ্গে
করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ যেনো আর কমতেই চাইছেনা। পশ্চিমবঙ্গে প্রথম ঢেউয়ের সময় মোটামুটি ৮,০০০ এর কাছাকাছি সর্বাধিক আক্রান্ত ছিলেন। কিন্তু এবারে দ্বিতীয় ঢেউ সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলে গেল। পশ্চিমবঙ্গে সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১০,০০০ এর গণ্ডি ছাড়িয়ে গেল। নতুন রেকর্ড গড়লো গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা। সব মিলিয়ে ষষ্ঠ দফার নির্বাচনের আগে আরো ভয়াবহ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি। বুধবার, স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০,৭৮৪ জন। ফলে বাংলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬।
তার সাথে এ্যাক্টিভ রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বাংলায় বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা রয়েছে ৬৩,৪৯৬। মঙ্গলবার এর তুলনায় এই সংখ্যাটা ৫,১১০ জন বেশি। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস এর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়(১৪ জন)। এর পরেই আছে কলকাতা (১৩ জন)। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, এবং দুই মেদিনীপুরে বেশকিছু মানুষ মারা গিয়েছেন। এর ফলে মৃতের সংখ্যা বর্তমানে ১০,৭১০। গত ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমিত সংখ্যা সবথেকে বেশি (২,৫৬৮ জন)। দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। ফলে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে খুব খারাপ আকার ধারণ করতে শুরু করেছে।