চিকিৎসা গবেষণার সুবিধার্থে নিজের সন্তানকে দান করতে চান দম্পতি!
বিরল রোগে আক্রান্ত ওই শিশু এখন রয়েছে আমরি হাসপাতালে
অসমের দম্পতি অচিন্ত্য বিপাশা। তাদের দশ দিনের শিশু সন্তানকে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার কাজে দান করার কথা ভাবছেন। ইতিমধ্যেই এই ইচ্ছে জানিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে চিঠি দিয়েছেন তাঁরা। দম্পতির এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে চিকিৎসক মহল।
গত ১১ জানুয়ারি ওই সন্তানের জন্ম হয় মুকুন্দপুর আমরি হাসপাতালে। জন্ম থেকেই প্রিম্যাচিওর অ্যান্ড সিভিয়ার গ্রোথ রেস্ট্রিকশনে আক্রান্ত এই শিশুটি। ফলস্বরূপ তার হাত পা নাড়াচাড়া হয় না। জন্ম থেকেই সে কোমায়। কিন্তু মল মূত্র স্বাভাবিক ভাবেই হচ্ছে। এই রোগ খুবই বিরল। ১০০০০ বাচ্চার মধ্যে হয়তো একজনের হয় এই রোগ।
ডাক্তারদের কাছে প্রাথমিকভাবে এই রোগের কথা শুনে ভেঙে পড়লেও তারপর সাহসী সিদ্ধান্ত নিতে চাইছেন এই দম্পতি। তাদের যা হারিয়েছে সেই ক্ষতি যাতে অন্য কোনো দম্পতির না হয় তাই চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে নিজের ১০ দিনের বাচ্চাকে দান করার সিদ্ধান্ত। অঙ্গদান নয়— একটি পুরো বাচ্চাকে দান করার এই সাহসী সিদ্ধান্ত চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশা রাখছেন চিকিৎসকরা।