কোভিড কড়াকড়িতে শুরু হয়েছে ভোট গণনার কাজ, মসনদ দখলের লড়াইয়ে দুই যুযুধান শক্তি
গণনার ক্ষেত্রে কঠোর কোভিড বিধি পালন, নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর
আজ দেশের ৪ টি রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ। এছাড়া ৪ টি লোকসভা কেন্দ্র এবং ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। তার পাশাপাশি উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে আজ। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গণনার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিড আবহে ভোট গণনার কাজে কোন বাধা সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে নিশ্চিত করেছে ভারতে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এ বিষয়ে তাঁর সমস্ত আধিকারিকদের কড়া নির্দেশিকা জারি করেছে। কোভিড আবহে গণনা কেন্দ্র বাড়িয়ে মোট ২৩৬৪ টি হলে ভোট গণনা হবে বলে জানা গেছে।
দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আজ ২০২১ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ২৯৪ আসনের মধ্যে ২৯২ টি আসনে আজ ভোট গণনা হবে। ২ টি আসন সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে আপাতত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সমস্ত ভোট গণনা কেন্দ্রে কঠোর করোনা বিধি পালন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রে যাতে জমায়েত এড়ানো যায় সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে। তার পাশাপাশি গণনা কেন্দ্র গুলিকে করোনা মুক্ত করার লক্ষ্যে বারবার স্যানিটাইজ করা হচ্ছে। কঠোর নিরাপত্তা বলয় ভোট গণনার কাজ শুরু হয়েছে বলে সূত্রে খবর।
গণনার শুরুতেই ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় অভিযোগ করেছেন, তাদের এজেন্টের অনুপস্থিতিতে স্ট্রং রুম খুলে ফেলা হয়েছ। এই নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অধিকাংশ ভোট গণনা কেন্দ্রে কঠোর কোভিড বিধি পালন করা হলেও উত্তর ২৪ পরগনার পানিহাটি ভোট গণনা কেন্দ্রে পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন একাংশ। এই গণনা কেন্দ্রে কংগ্রেসের এক এজেন্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পোস্টাল ব্যালটে গণনার শুরুতেই রাজ্যের দুই প্রধান যুযুধান শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। তবে শেষ হাসি কে হাসবে, বাংলার মসনদে কে বসতে চলেছে সেদিকে নজর থাকবে দিনভর।