করোনার দ্বিতীয় ঢেউ আটকানোর পরিকল্পনা নিয়ে বৈঠক মোদির, অনুপস্থিত রইলেন মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/03/2021   শেষ আপডেট: 18/03/2021 7:39 a.m.
-

বৈঠকে মমতার জায়গায় ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

করোনার দ্বিতীয় ঢেউ এসে হাজির। ইতিমধ্যেই এই করোনার দ্বিতীয় ফেজ নিয়ে বেশ চিন্তায় সব মহল। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মাথায় চিন্তার ভাঁজ। আর তাই নিয়ে এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী এই বৈঠকে দিলেন সর্বমোট ৫টি দাওয়াই, যাতে আমরা করোনাকে আটকাতে পারবো। এছাড়াও প্রধানমন্ত্রী স্থানীয় স্তরে কন্টেইনমেন্ট জোন তৈরির পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন। প্রধানমন্ত্রী মূলত জোর দিলেন দাওয়াই ভি, এবং কড়াই ভি স্লোগানে। তার এই স্লোগানের মূল ফান্ডা হলো, লাগাতার টিকা প্রদান এবং করোনা টেস্টিং এর পরিমাণ প্রতিদিন বৃদ্ধি করা। প্রতিটি রাজ্যকে তিনি আরআরটি - পিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন।

মোদী বলছেন, 'সংক্রমণের গ্রাফ বেশ কিছুটা নিচে চলে গেছিলো। কিন্তু আবারো বেশ কিছু রাজ্যে এই সংক্রমণের গ্রাফ বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে।দেশের মোট ৭০টি জেলায় নতুন করে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। আমাদের এই ভাইরাসকে যদি না কমাতে পারি, তাহলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে।" মোদির আরো বাণী, "কয়েকটি রাজ্যে এখন প্রধান জোর দেওয়া হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ওপরে। এই পরীক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং বৃদ্ধি করতে হবে আরআরটি পিসিআর পরীক্ষার সংখ্যা। এখন ভারতের দ্বিতীয় এবং তৃতীয় স্তরে কিছু শহরে এবং রাজ্যে এই করোনা ভাইরাসের প্রভাব আছে। যদি এই ভাইরাল ভারতের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের আরো সমস্যার মধ্যে পড়তে হবে।" উল্লেখ্য, যদিও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন না মমতা। তার পরিবর্তে সেখানে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি টিকার পরিমাণ বৃদ্ধির আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিকট।