তেলস্বার্থে অশোকনগরে বিনামূল্যে জমি দিতে চান মুখ্যমন্ত্রী
ডেউচা-পাচামিতে বঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম কোল-বেল্ট
এবার কেন্দ্রের সাথে একযোগে কাজ করতে রাজি রাজ্য। অশোকনগরের তৈলভান্ডারকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার নিরিখে বিনামূল্যেই জমি দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেউচা পাচামি প্রকল্পের দ্বারা বিদ্যুৎ সমস্যার সমাধানেও তৎপর হয়েছে রাজ্য। তেলের সন্ধান পাওয়ায় ওএনজিসির চাওয়া ৪০ একর জমির পাশাপাশি ব্যারাকপুরেও অবাধে জমি দিতে রাজি রাজ্য এবং এই মর্মে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
হলদিয়ার আইওসিএল এর পরিশোধনাগারের সাথে অশোকনগর যুক্ত করে তৈল শোধনাগারের পাশাপাশি বড়ো, মাঝারি, ক্ষুদ্র ও অনুসারী শিল্পেও উন্নতিসাধন হবে বলে আশা দিয়ে আরো বলেন, পশ্চিমবঙ্গকে "ভবিষ্যত এনার্জি ডেস্টিনেশন" করতে পারলে বিপুল কর্মসংস্থানও হবে। ডেউচা-পাচামিতে দেশের দ্বিতীয় বৃহত্তম কোল বেল্ট বাংলা অর্জন করায় অশোকনগর-হলদিয়া-ব্যারাকপুর একসাথে যুক্ত করলে আগামীতে বিদ্যুতেরও কোনো সমস্যা রইবেনা এবং কর্মসংস্থানের জোয়ার আসবে যাতে বাইরে থেকেও সবাই বাংলায় কাজ করতে আসবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অনেক ভেবেচিন্তে কাজ করতে সময় লাগে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিয়ে বলেন; বাংলায় গল্প নয়, শিল্পই আছে।