দ্বন্দ্ব ভুলে বিজয়া করতে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রায় ৪০ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে তাঁর কথাবার্তা হয়
একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত থাকলেও, দ্বন্দ্ব ভুলে বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কথা হল এক ঘন্টার কাছাকাছি।
আরও পড়ুন
সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, বিজয়া করতে এসেছিলেন। রাজভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটা আমাদের ভদ্রতা।"
রাজ্যপালের সঙ্গে কী বিষয়ে কথা হল, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, "এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।"