পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/09/2020   শেষ আপডেট: 26/09/2020 11:37 p.m.
-

খুলতে চলেছে সিনেমা হল সহ বিভিন্ন বিনোদনের মঞ্চ

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবারই তিনি টুইট করে জানালেন, ১লা অক্টোবর থেকে রাজ্যের সিনেমা হল এবং সমস্ত বিনোদন মঞ্চ(যাত্রা, নাটক, সংগীত ও নাচের অনুষ্ঠান, ম্যাজিক শো) গুলিকে খুলে দেওয়া হবে। তবে সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সহ সব রকম সতর্কতা মূলক ব্যবস্থা আবশ্যিক ভাবে মেনে চলতে হবে। এছাড়াও সেখানে পঞ্চাশ জনের কম লোকই অংশগ্রহণ করতে পারবে।

লকডাউনের সময় বন্ধ হয়েছিল সিনেমা হল সহ বিভিন্ন বিনোদনের ক্ষেত্র। আনলক পর্বে জিম এবং শপিং মলের দরজা খুললেও বন্ধ ছিল সিনেমা হল। তাই সিনেমাপ্রেমীরা বড় পর্দা ছেড়ে ওটিটি প্লাটফর্মেই মজেছিলেন। কার্যতই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন হল মালিক, কর্মী সহ মঞ্চ শিল্পীরা। এখন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সেই মানুষগুলির মুখে হাসি ফোটাবে বলেই মনে করছেন অনেকে। তাই বলায় যায়, লকডাউনের ধাক্কা সামলে ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন।