অমিত শাহ বাংলার মানুষের মুখোমুখি হওয়ার আগেই বাজিমাত মমতার?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2020   শেষ আপডেট: 05/11/2020 3:47 a.m.
twitter @TMC_Supporters

পিছিয়ে পড়া সম্প্রদায়- উদ্বাস্তু- যুবপ্রজন্ম সবার জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী

রাজ্যে পা রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ খুব ভালো করে বোঝেন রাজ্যে ক্ষমতায় আসতে গেলে রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়কে নিজেদের পক্ষে টানতে হবে। তাই শুক্রবার নিউটাউনের আদর্শপল্লিতে এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।

আর অমিত শাহের এইসব করে ওঠার দুদিন আগেই নবান্ন সভাঘর থেকে বুধবার মতুয়াদের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আজ অনেকে নতুন আসছে। আমি কিন্তু বরাবরই মতুয়াদের পাশে আছি। বড়মার চিকিৎসা সহ নানা বিষয়ে বরাবর ওদের সাথে থেকেছি।” অমিত শাহকে কটাক্ষ করে মমতা আরও বলেন, “আজ নতুন এসে ভোটের আগে কটা বড়ো বড়ো কথা বলে চলে যাওয়ার লোক অনেকে আছে।”

অমিত শাহ আসার ঠিক আগে উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদেরও নিজের দিকে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই আরও ১.২৫ লক্ষ মানুষের হাতে পাট্টা তুলে দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। এইদিন যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কো-অপারেটিভ ব্যাংকগুলোর মাধ্যমে রাজ্যের ২ লক্ষ যুবক যুবতীকে বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সেই বাইককে হাতিয়ার করে যুবপ্রজন্ম আর্থিকভাবে স্বাবলম্বী হবে বলে আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের।