Pegasus কাণ্ড: ফোনে আড়ি পাতা তদন্ত করতে কমিটি গড়বে রাজ্য, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/07/2021   শেষ আপডেট: 26/07/2021 2:49 p.m.
facebook.com/BanglarGorboMamata

রাজ্য তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত দুই বিচারপতি নিয়ে গঠিত হয়েছে

কয়েকদিন ধরে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস (Pegasus Spyware) কাণ্ড নিয়ে। জানা গিয়েছে কেন্দ্রের মোদি সরকার দেশের বহু নেতা ও মন্ত্রীদের ফোনে আড়ি পেতেছে। একদিকে বিরোধী দল রাহুল গান্ধীর নেতৃত্বে পেগাসাস ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একুশের মঞ্চে পেগাসাস নিয়ে সরব হয়েছিলেন। এবার দিল্লি যাওয়ার আগে প্রত্যাশামত একটি বড়সড় সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি পেগাসাস ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে রাজ্যে তদন্ত কমিশন (Enquiry Commission) তৈরি করার ঘোষণা করেছিলেন। আজ অর্থাৎ সোমবার নবান্নে অল্প কিছুক্ষনের জন্য মন্ত্রিসভার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্য তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত দুই বিচারপতি মদন বি লোকুর ও জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয়েছে। এই কমিটি তদন্ত করবে যে রাজ্যের কোন কোন ভিআইপি, সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নজিরবিহীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কেউ না জাগলে, তাঁকে জাগাতে হয়। আশা করি, আমাদের দেখে অন্যান্য রাজ্যও অনুপ্রাণিত হোক, তদন্ত কমিশন তৈরি করুক।" প্রসঙ্গত উল্লেখ্য, একুশে শহীদ স্মরণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পেগাসাস ইস্যু নিয়ে সরব হয়েছিলেন। তিনি নিজের ফোন দেখিয়ে বলেছিলেন, "সুরক্ষার জন্য ফোনের ক্যামেরা টেপ দিয়ে আটকে রেখেছেন।" এরপর চারদিনের দিল্লি সফরে যাওয়ার আগে রাজ্য তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।