কোচিং সেন্টার থেকে বকখালি বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র
বকখালিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেল বছর দশেকের এক ছাত্র, চলছে তল্লাশি অভিযান
এলাকার কোচিং সেন্টার থেকে বন্ধুদের সঙ্গে বকখালি ঘুরতে গিয়েছিল পঞ্চম শ্রেণির এক ছাত্র। খুশির শেষ নেই। বকখালি গিয়ে সকলের সঙ্গে সে-ও নামে সমুদ্র-স্নানে। বারণ সত্ত্বেও কখন যে সমুদ্রের অনেকটা দূরে চলে গেছে কে তা জানত! আচমকাই তলিয়ে গেল সে। সকলে ফিরে এলেও সে আর ফেরেনি।
সূত্রের খবর, তলিয়ে যাওয়া ছাত্রের নাম শাকিব লস্কর। দক্ষিণ ২৪ পরগণার উস্তির উত্তর কুসুম এলাকায় তার বাড়ি। স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে জনা দশেক বন্ধু বকখালি ঘুরতে গিয়েছিল। সঙ্গে ছিলেন প্রাইভেট টিউটর। গতকাল দুপুর নাগাদ সমুদ্র স্নানে নামে তারা। সমুদ্রের বেশি জলের দিকে গিয়েই এই বিপত্তি বলছেন একাংশ। জলের তোড়ে ভেসে যায় শাকিব।
ঘটনার পর সেই প্রাইভেট টিউটর স্থানীয় ফ্রেজারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ জোরকদমে তল্লাশি চালায়, তা-ও কোন খোঁজ মেলেনি। রাতেও তল্লাশি অভিযান হয়েছে। নামানো হয়েছে স্পিডবোর্ড। সোমবার সকালেও তল্লাশি অভিযানের কথা। এদিকে এই ঘটনার পর শাকিবের বাকি বন্ধুরা শোকস্তব্ধ। এলাকায় শোকের ছায়া।