বড় ঘোষণা বোর্ড পরীক্ষার্থীদের জন্য, বাতিল হল একাদশ শ্রেণির পরীক্ষা
শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জানিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই ঘোষণা করেছে
এবারে একাদশ শ্রেণি পরীক্ষা বাতিল করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এতদ্বারা একটি বিজ্ঞপ্তি জানিয়ে সকল বিদ্যায়তনের সকল প্রধান কে জানিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতি এবং অন্যান্য কারণের জন্য বাতিল করতে বাধ্য হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তার পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর মহুয়া দাস। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি বড় ঘোষণা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের নিজেদের স্কুলে ঘোষিত এবং নির্ধারিত রুটিন এবং টাইমটেবিল অনুযায়ী নেওয়া হবে। তবে পরীক্ষার সময় কিছুটা পাল্টে দেওয়া হয়েছে। যেহেতু সকাল বেলা ভিড় থাকে, তার পরিবর্তে পরীক্ষা দুপুরবেলা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে দুপুর ১২ টা থেকে নেওয়া হবে। এছাড়াও করোনা পরিস্থিতির উপর সংসদ নিয়মিত নজরদারি করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।