রাজ্য ছেড়ে এবার কেন্দ্রের দিকে আলাপন বন্দ্যোপাধ্যায়, ৩১মে থেকে শুরু হচ্ছে নতুন জার্নি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 6:23 a.m.
আলাপন বন্দ্যোপাধ্যায় facebook.com/calcuttadebating.circle

এই বদলি কি শুধুমাত্র রেগুলার ট্রানস্ফার? নাকি এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক রং?

পশ্চিমবঙ্গের উচ্চ পদস্থ আমলাদের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এর পদ বেশ উপরের দিকেই আছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের পাশাপাশি করোনা ভাইরাসের আক্রমণ এবং আম্ফানের সময় দায়িত্ব সহকারে রাজ্য সরকারের বেশকিছু কাজ সামনে ছিলেন মমতা ঘনিষ্ঠ এই আমলা। কিন্তু এবারে, তিনি কাজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকারের হয়ে। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি করার আর্জি জানান কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় সেই আরজি মেনে নিয়েছিল। শুক্রবার আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাজের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে করে তাকে দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এই দায়িত্ব পেতে না পেতেই তাল কাটলো একটি চিঠিতে।

চিঠি এসেছে সোজা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর চিঠির বয়ানে লেখা, এবার থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় কাজ করবেন কেন্দ্রীয় সরকারের হয়ে। আগামী ৩১ মে এর মধ্যেই তাকে দিল্লির নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি অবিলম্বে আলাপনবাবুকে রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি দেন। এখন প্রশ্ন উঠছে, যখন কেন্দ্রীয় সরকার কিছুদিন আগেই রাজ্যের মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাজের মেয়াদ তিনমাস বাড়িয়ে দিয়েছিলেন, তাহলে কেন হঠাৎ করে এই বদলি? তাহলে কি কোনভাবে রাজ্যকে চাপে ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার? সকলেই জানেন আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র। তার পাশাপাশি তিনি একজন দক্ষ আমলা। তার অনুপস্থিতিতে, রাজ্যের বেশ কিছু কাজ সমস্যার মুখে পড়বে বৈকি। আলাপনের এই বদলি কি শুধুমাত্র রেগুলার ট্রানস্ফার? নাকি এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক রং? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।