পরিকাঠামোয় বরাদ্দ বেড়েছে ৬ গুন, রাজ্যের বাজেটে আর কি কি জানালেন মুখ্যমন্ত্রী?
২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ হল আজ। দুপুর ২:৪৫ মিনিটে সাংবাদিক সম্মেলন শুরু হয়। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নেতৃবর্গ। এদিন অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, "পরিকাঠামোয় মোট বরাদ্দ বাজেটের ৬ গুন বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষার বরাদ্দ বেড়েছে ২৪.৪ গুন। রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৩.৭৬ গুন"।
এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলছেন, "লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তিনি বরাদ্দ করেছেন ১০ হাজার কোটি টাকা"। পাশাপাশি, ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় মুকুব করেছেন তিনি। এই ছাড়ের মেয়াদ বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে দিয়েছেন তিনি। এর সাথেই সিএনজি চালিত যানবাহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব করলেন মুখ্যমন্ত্রী, জানালেন ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব করা হল।
এদিনের সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, "রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়। কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য"।