বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ হল বিল, এবার রাজ্যপাল কি স‌ই করবেন?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2022   শেষ আপডেট: 13/06/2022 5:33 p.m.
-

মুখ্যমন্ত্রীর স্বপক্ষে ১৮৩ ভোট পেয়ে বিধানসভায় বিল পাস হয়েছে আজ

মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আগেই। এবার বিধানসভাতেও পাশ হয়ে গেল। রাজ্যপাল নয়, এবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বিশেষ বাদল অধিবেশনে সভাকক্ষে ২ ঘণ্টার আলোচনার পর বিলটি পাশ হয়। মোট ১৮৩ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে মাত্র ৪০টি ভোট।

রাজ্যের মোট ৩১ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রী। কেবলমাত্র রাজ্যপালের স‌ই মিললেই বিলটি আইনে পরিণত হবে। এতদিন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ ছিল রাজ্যপালের হাতে। তাই রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হচ্ছে এই প্রস্তাবে তিনি কি সই করবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

এই বিষয়ে নানা মুনি নানা মত রাখছেন। একদল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যপাল বিলে সই করবেন না। বরং রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দিতে পারেন। অথবা দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে অধ্যাদেশ জারি করতে পারে রাজ্য সরকার। যদিও বিরোধীদের দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ হতে চলেছে।