নারদ মামলায় মুকুল রায়কে গ্ৰেফতার করা উচিৎ সিবিআইয়ের, টুইট কুণাল ঘোষের
সিবিআইয়ের দাবী নরদকান্ডে মুকুল রায়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই
এবার তৃণমূল নেতা ও বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন দলেরই আর এক নেতা কুণাল ঘোষ। এদিন সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ বিষ্ফোরক টুইট করেন কুণাল ঘোষ। তিনি টুইটারে লেখেন যে, অবিলম্বে সিবিআইয়ের উচিৎ তৃণমূল নেতা মুকুল রায়েকে গ্ৰেফতার করা এবং যেন ছাড়া না পায় তা দেখা দরকার।
কারণ মুকুল রায়ের অভিযোগ, ২০১৯ সালে নিজেকে বাঁচাতে মুকুল রায় তৃণমূল ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়েছিলেন। এই দলত্যাগী নেতাই একজন প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী ছিলেন নারদ কান্ডে। সেই সময় বিজেপি তাদের স্যোশাল মিডিয়ার সকল জাগয়া থেকে মুকুল রায়ের বিরুদ্ধে নারদ মামলার সমস্ত তথ্য ডিলিট করে দেয়।
এই মর্মে কুণাল ঘোষ তদন্তকারী কর্মকর্তাদের চিঠিও পাঠিয়েছেন। এদিন প্রায় সারাদিন রাজ্য রাজনীতি তৃণমূলের বিভিন্ন মহলের নেতা, মন্ত্রীদের স্ববিরোধী মন্তব্যে উত্তাল ছিল। অন্যদিকে সিবিআইয়ের দাবী নরদকান্ডে মুকুল রায়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। তাই তাঁকে গ্ৰেফতার করা যাচ্ছে না।